ডেস্ক রিপোর্ট:
সরকারি বিএম কলেজের ‘Political Science Debating Assembly’ এর দ্বিতীয় বর্ষ পূর্তি উদযাপন ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি বিএম কলেজের প্রশাসনিক ভবনে PSDA এর সদস্যদের মাঝে পুরষ্কার বিতরন করেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। এসময় সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও রাষ্ট্রবিজ্ঞান বিতর্ক সংসদের প্রধান উপদেষ্টা খান মোঃ গাউস মুসাদ্দিক সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার রুমে আয়োজিত সভায় নতুন কমিটি ঘোষনা করেন PSDA এর প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খান মোঃ গাউস মুসাদ্দিক। তিনি ওমানা আনজেলিন শর্মীকে সভাপতি ও ছগির আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ-২০২১ ঘোষনা করেন। এসময় সরকারি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মামুনুর রশীদ খান, আকতার উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, প্রভাষক ফিরোজ আহমেদ, নুরুল আমিন হিরু, সেকান্দার হাওলাদারসহ রাষ্ট্রবিজ্ঞান বিতর্ক সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।