ওয়েদার ডেস্ক:
বেশ কয়েকদিন তীব্র গরমের পর তাপমাত্রা কমার আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী ছয় বিভাগে কালবৈশাখী ও বৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা আছে আজ। ফলে সারাদেশের তাপমাত্রা কমে আসবে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার যে সকল স্থানে কালবৈশাখীর সম্ভাবনা ছিল আজও সে সমস্ত অঞ্চলে কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। বলেন, ঢাকাসহ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়া, কুষ্টিয়া এবং যশোরের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। ফলে সারাদেশের তাপমাত্রা কমবে বলে জানান তিনি।
এ আবহাওয়াবিদ আরও জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। এবং সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সর্বোচ্চ ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সেরা টিভি/আকিব