স্টাফ রিপোর্টার:
আবারও পিছিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার তারিখ বর্তমান করোনা পরিস্থিতির কারণে আরও দুই মাস পেছানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। রবিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছরের ভর্তি পরীক্ষা আগামী ২০-২৭ আগস্টের মধ্যে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে নেয়া হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি।
চবি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটে এ বছর মোট আবেদন করেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৭০ জন শিক্ষার্থী। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বেন গড়ে ৩৭ জন শিক্ষার্থী।
সেরা টিভি/আকিব