স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত থাকা স্নাতক ও স্নাতকোত্তর ১৫ জুন থেকে এবং অন্যান্য সেমিস্টারের পরীক্ষা পহেলা জুলাই থেকে সশরীরে নেয়া শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। সেই সাথে করোনার কারণে শিক্ষার্থীদের একডেমিক ক্ষতি পুষিয়ে নিতে ৬ মাসের সেমিস্টার চার মাস এবং কোর্স পদ্ধতিতে এক বছরের পরিবর্তে ৮ মাস করার সিদ্ধান্ত নেয়া হয় এ বৈঠকে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, সরকার কোনো রোডম্যাপ ছাড়া বছরজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। দ্রুত শিক্ষক ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনার দাবি করেন তারা। আবাসিক হল না খুলে কোনো রকম পরীক্ষা না নেয়ার আহবান জানান ছাত্রনেতারা।
এদিকে, নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যায়লের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে অবস্থান নেন শিক্ষার্থীরা।
সেরা টিভি/আকিব