করোনা সংক্রমণ ও উপসর্গ কমাতে কার্যকারিতা কম ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
করোনা সংক্রমণ ও উপসর্গ কমাতে কার্যকারিতা কম ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের - Shera TV
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

করোনা সংক্রমণ ও উপসর্গ কমাতে কার্যকারিতা কম ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাস আক্রান্তদের গুরুতর অসুস্থতা ঠেকাতে কার্যকর হলেও উপসর্গ ও সংক্রমণ কমাতে ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের কার্যকারিতা কম। সোমবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, ডেল্টা ধরনের বিস্তার এবং বিধিনিষেধ শিথিলের পর এমনটা দেখা গেছে। ৬ই জুনের পর উপসর্গ ও সংক্রমণ কমাতে ভ্যাকসিনের কার্যকারিতা ৬৪ শতাংশ কমেছে।

তবে হাসপাতালে ভর্তি ও গুরুতর অসুস্থতা কমানোর ক্ষেত্রে টিকার কার্যকারিতা ৯৩ শতাংশ। এ নিয়ে আর বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ফাইজার কর্তৃপক্ষ।

মে মাসে দেশটিতে প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে জানানো হয়, সংক্রমণ ও গুরুতর অসুস্থতা কমাতে ফাইজারের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। ইসরায়েলে এরইমধ্যে মোট জনগোষ্ঠীর ৬০ শতাংশের বেশি মানুষ ফাইজারের টিকা দেয়া হয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360