স্টাফ রিপোর্টার:
ক্যাম্পাসের গাছতলায় সশরীরে ‘প্রতীকী ক্লাস’ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পাশে মেহগনি বাগানে তিনি এই ক্লাস নেন।
ক্লাসে ড. আল মামুন ‘মিডিয়া ও ক্ষমতা’ নিয়ে আলোচনা করেন। পরে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ এবং ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম সংহতি জানিয়ে কথা বলেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৪-১৫ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ছবিটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশংসার প্লাবনে ভাসিয়ে ছবিটি শেয়ার করেছে নেটিজেনরা। শিক্ষার্থীদের দাবী আর নয় জুম, গুগল মিটে বাধানো অনলাইন ক্লাস। ক্লাসরুমে না হোক, অন্তত গাছতলাতে হলেও ক্লাস করতে চান তারা।
সেরা টিভি/আকিব