আবহাওয়া ডেস্ক:
সাগর উত্তাল থাকায় চট্টগ্রামসহ দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় বিরাজমান নিম্নচাপ গভীর নিম্নচাপে রূপ নিয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুটের জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে বলেও হুঁশিয়ার করা হয়েছে এক বুলেটিনে সোমবার।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপটি উড়িষ্যা উপকূলে উঠে গেছে।
ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার কোন আশংকা নেই। মঙ্গলবার স্থল লঘুচাপে পরিণত হবে। তিনি বলেন, নিম্নচাপটি চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র্রবন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও পায়রা সমুদ্র্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে বলেও জানান তিনি।
সেরা টিভি/আকিব