স্টাফ রিপোর্টার:
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ভর্তি পরীক্ষার এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৈঠক শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সর্বসম্মতিক্রমে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। ১৭ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। আর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
সেরা টিভি।আকিব