গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন হাসপাতালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক ও হ্যান্ডগ্লাভস শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে এবং রোদে শুকিয়ে বিক্রির অভিযোগ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-আহালিয়া (৩৭) ও মো.ইমরান (২৭)। বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক শুভ মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়। এসময় ওই বাড়ি থেকে ৭ বস্তা মাস্ক, ২ বস্তা স্যালাইনের মূল উপাদান, ২ বস্তা রক্তমাখা হ্যান্ড গ্লাভস ও ৬ বোতল মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল উদ্ধার করা হয়।
উপ-পুলিশ পরিদর্শক শুভ মন্ডল আরও বলেন, তিন মাস ধরে মূলহোতা নাছির ও তার সহযোগীরা রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন হাসপাতালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক ও হ্যান্ডগ্লাভস সংগ্রহ করার কাজ করছিল। পরে তারা সেগুলো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ও রোদে শুকিয়ে আয়রন করে বাজারে দ্বিগুণ মূল্যে বিক্রি করতো।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো, জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। অন্যদের ধরার চেষ্টা চলছে।
সেরা নিউজ/আকিব