এক নজরে ফোবানা ভ্যার্চুয়াল সম্মেলন ২০২০  - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
এক নজরে ফোবানা ভ্যার্চুয়াল সম্মেলন ২০২০  - Shera TV
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

এক নজরে ফোবানা ভ্যার্চুয়াল সম্মেলন ২০২০ 

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি ।।

ফোবানা ভ্যার্চুয়াল সম্মেলন ২০২০ 

গত ২৮শে  এবং ২৯শে নভেম্বর,২০২০ অনুষ্ঠিত হয়ে গেল উত্তর আমেরিকার সবচেয়ে বড় বাংলাদেশী সংগঠন ফোবানা’র ৩৪তম সম্মেলন। এবারের আয়োজিত সম্মেলনটি ছিল ফোবানার ইতিহাসে সবচেয়ে ভিন্নতর আয়োজন, আর তা হলো ভ্যার্চুয়াল কনভেনশন বা অন্তর্জাতিক সম্মেলন। এবার করোনা মহামারীর কারণে বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে বিগত বছরগুলোর মতো কোনো ভেন্যুতে এই সম্মেলন আয়োজন করা সম্ভব ছিল না, তাই প্রযুক্তি কাজে লাগিয়ে ভ্যার্চুয়ালি  এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং অত্যন্ত আনন্দের বিষয় এই যে, সম্পূর্ণ সফলভাবে দুই দিন ব্যাপী আয়োজিত এই ভ্যার্চুয়াল সম্মেলন সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ফোবানা সম্মেলনে যে পরিমান লোক সমাগম হয়ে থাকে, আন্তর্জালিক এই সম্মেলনে তার চেয়ে  বহুগুন বেশী  শ্রোতা-দর্শক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মেলন উপভোগ করার সুযোগ পেয়েছে। সোশ্যাল মিডিয়া এবং লাইভ স্ট্রিমিং-এ-   ৫০০,০০০+ (অর্ধ মিলিয়নেরও বেশী ) লোক এই সম্মেলন উপভোগ করেছেন, যা ফোবানা সম্মেলনের ইতিহাস হয়ে থাকবে।

আয়োজন, পরিকল্পনা, বাস্তবায়ন  ও ব্যবস্থাপনায় ছিল ফোবানা কেন্দ্রীয় কমিটি এবং সহযোগিতায় ছিল ফোবানার সকল উপকমিটির নেতৃবৃন্দ, ফোবানার প্রাক্তন নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, পৃষ্ঠপোষকবৃন্দ, সেচ্ছাসেবকবৃন্দ এবং অসংখ্য নিবেদিতপ্রাণ কর্মী, যারা দু’মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই সম্মেলন সফলভাবে সম্পন্ন  করেছেন।

ফোবানা ভ্যার্চুয়াল সম্মেলনের হোস্ট কমিটির সদস্যবৃন্দ

সম্মেলন সমন্বয়ক–  শাহ হালিম, ড: আহসান চৌধুরী।

সদস্যবৃন্দ: জাকারিয়া চৌধুরী, ড: রফিক খান, নাহিদুল খান সাহেল, মীর এম চৌধুরী, নার্গিস আহমেদ, আবির আলমগীর, রবিউল করিম বেলাল, জসিম উদ্দিন,  জাহিদ হোসেন, সাদেক খান, এ টি এম আলম, মকবুল এম আলী, হাসমত মবিন, ইনারা ইসলাম, আরিফ আহমেদ, মহিন উদ্দিন দুলাল, প্রিয়লাল কর্মকার, জয়নুল আবেদীন, মাসুদ রব চৌধুরী, রেহান রেজা, নাহিদা আলী, গোলাম ফারুক ভূঁইয়া, এম রহমান জহির, সায়িদ   হোসেন বাবু, কবির কিরণ, অ্যান ফেরদৌস, খালেদ রউফ, এন্থনি পিউস গোমেজ, আরিফুল  ইসলাম, আসিফ ইকবাল, চিত্র সুলতানা, শহিদুল মল্লিক বাঁধন, নাবিলা কুহু, রেদওয়ান চৌধুরী, রুপা ঘোষ, তামান্না আহমেদ, রোমেল খান, কান্তা আলমগীর।

ভ্যার্চুয়াল সম্মেলনের আয়োজন এবং পরিবেশনার ক্ষেত্রে যে পাঁচটি  বিশেষ কমিটি কাজ করেছে, তারা হলো:

পরিকল্পনা এবং বাস্তবায়ন কমিটি: শাহ হালিম, জাকারিয়া চৌধুরী, ড: আহসান চৌধুরী, ড: রফিক খান, মাসুদ চৌধুরী, আবির আলমগীর, কবির কিরণ, খালেদ রউফ, শহিদুল মল্লিক বাঁধন, অ্যানি ফেরদৌস, এন্থনি পিউস গোমেজ, নাহিদা আলী ডেইজি,  তামান্না আহমেদ, প্রিয়লাল কর্মকার, শফিকুল ইসলাম, রেদওয়ান চৌধুরী, আরিফুল ইসলাম, আসিফ জে ইকবাল, ফরহাদ হোসেন, কান্তা আলমগীর, রোমেল, চিত্র সুলতানা, নাবিলা কুহু, রুপা ঘোষ।

সাংস্কৃতিক কমিটি: আবির আলমগীর, শফিকুল ইসলাম, রুপা ঘোষ, রোমেল খান, রাজীব রাসেল, অ্যান ফেরদৌস, চিত্র সুলতানা, কান্তা আলমগীর।

কারিগরী কমিটি: প্রিয়লাল কর্মকার, শাহ হালিম, ড: আহসান চৌধুরী, ড: রফিক খান, মাসুদ চৌধুরী, আবির আলমগীর, আসিফ ইকবাল, ফরহাদ হোসেন, ডেমিয়ান ডিয়াস, রফিকুল ইসলাম, মোহাম্মদ মশিউর রহমান ফারুক,  ইমরুল কায়সার নিপন, অভিষেক সিয়াম।

প্রকাশনা কমিটি: এন্থনি পিউস গোমেজ, ড: রফিক খান, প্রিয়লাল কর্মকার, নাহিদা আলী ডেইজি, কবির কিরণ, এনামুল হোক এনাম।

লজিস্টিকস কমিটি: শাহ হালিম, জাকারিয়া চৌধুরী, ড: আহসান চৌধুরী, ড: রফিক খান, মাসুদ চৌধুরী, নাহিদুল খান সাহেল, রেদওয়ান চৌধুরী, এন্থনি পিউস গোমেজ, আসিফ ইকবাল, ফরহাদ হোসেন, প্রিয়লাল কর্মকার, সামসুদ্দিন মাহমুদ।

উল্লেখ্য, এই কমিটিগুলোর পাশাপাশি বিপুল সংখ্যক লোক  এই আয়োজনের সাথে জড়িত থেকে এই সফল ভার্চুয়াল সম্মেলনটির আয়োজনে ব্যাপক অবদান রেখেছেন ।  ফোবানা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সম্মেলনে বাংলাদেশ থেকে যে সব গুণী শিল্পীবৃন্দ অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেছেন, তারা হলেন:

বাংলাদেশ থেকে: ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, ড: লিনা তাপসী খান, সালাউদ্দিন আহমেদ, আশিকুর রহমান মেহরাব, সাজিয়া সুলতানা, পারভেজ এবং ভারত থেকে পঞ্চকবির কন্যা খ্যাত ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

উত্তর আমেরিকা থেকে: এম এ শোয়েব, রোমেল খান, রাজিব রাসেল, শোভন, চন্দন চৌধুরী, রবি, লিমন  চৌধুরী, কান্তা আলমগীর, বিদিশা মুখার্জি তুলি, ত্রিনিয়া হাসান, জয়শ্রী সেন মজুমদার, রুপা ঘোষ, নাসরিন সানি , লাবনী, ড: রফিক খান, মল্লিকা খান, গায়ত্রী শর্মা, সীমা খান, এলিজা খান  এবং ইলোরা আহমেদ,

অনুষ্ঠান আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনার এবং যোগদান করেছেন উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অনেকগুলো বাংলাদেশী সংগঠন। অসাধারণ পরিবেশনায় মোহিত  হয়েছে শ্রোতা-দর্শকবৃন্দ। এছাড়া ফোবানার পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও পুরস্কৃত করা হয়েছে শ্রেষ্ঠ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার জন্য।

 

এবারের ফোবানা ভ্যার্চুয়াল সম্মেলনে যেসব সংগঠন তাদের শ্রেষ্ঠ পরিবেশনার জন্য পুরস্কৃত হয়েছে, তারা হলো:

১.  বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা ইন্ক্ (বাই)

২.  বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্স্টস (বিপা

৩.  বাংলাদেশ এসোসিয়েশন অফ ফিনিক্স (বিএপি )

 

যে দুইটি সংগঠন তাদের মানবিক এবং সামগ্রিক উন্নয়নমূলক কাজের জন্য শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কৃত করা হয়, তারা হলো:

১. বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা ( বিএএফ)   এবং

২. বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ জার্সি (বিএনজে )

চেয়ারপারসন এওয়ার্ড:

এবারের ভ্যার্চুয়াল ফোবানা সম্মেলনে আরেকটি বিশেষ পুরস্কারের প্রবর্তন করা হয়েছে, আর তা হলো  চেয়ারপারসন এওয়ার্ড যেসব নিবেদিতপ্রাণ নেতা-কর্মী সারা বছর ধরে এবং ভ্যার্চুয়াল সম্মেলনে ফোবানার কার্যক্রমে বিশেষ ভূমিকা এবং অবদান রেখেছেন, চেয়ারপারসন, জনাব শাহ হালিম তাদের কাজ এবং ফোবানার প্রতি আনুগত্যের স্বীকৃতিস্বরূপ তাদের বিশেষ সার্টিফিকেট প্রদান করেন এবং তাদের অভিনন্দন জানিয়ে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যারা এই বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন, তারা হলেন:

ড: আহসান চৌধুরী হিরো, ড: রফিক খান, ডিউক খান, মাহবুব রেজা রহিম, এন্থনি পিউস গোমেজ, আরিফ আহমেদ (আশরাফ), আবির আলমগীর, প্রিয়লাল কর্মকার এবং  শফিকুল ইসলাম।

যে সব সংগঠন বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেছিল, তারা হলো:

বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস, বাংলা ফাউন্ডেশন, শতদল ইন্ক্, আনন্দধ্বনি-ইউএসএ ইন্ক্, বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন , বাংলাদেশ এসোসিয়েশন অফ আমেরিকা ইন্ক্, ইউএস বাংলাদেশ ফাউন্ডেশন অব  ফ্লোরিডা , কারিগর প্রোডাকশন এন্ড কালচারাল সোসাইটি, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া, বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা , বাংলাদেশ কমিউনিটি অব গ্রেটার শিকাগো, বাংলা ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস এন্ড মিডিয়া, বাংলাদেশ এসোসিয়েশন অব ফিনিক্স, বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড, বাংলাদেশ এসোসিয়েশন অব হিউস্টন , টেক্সাস বেঙ্গলি কালচারাল এলায়েন্স, বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস , বাংলাদেশ থিয়েটার হিউস্টন , বৈশাখী মেলা, সুরাঙ্গন, গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অর্গানাইজেশন, বাংলাধারা, বাংলাদেশী আমেরিকান উইমেন এসোসিয়েশন অব  টেক্সাস, বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার কানসাস সিটি এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ ক্যালিফর্নিয়া।

 

অনুষ্ঠানে আয়োজিত সেমিনার উপস্থাপনা ও ব্যবস্থাপনায় ছিলেন শহিদুল মল্লিক বাঁধন এবং নাহিদা আলী ডেইজি।  অংশগ্রহণে ছিলেন:

মিজানুল চৌধুরী, ড: আতিকুজ্জামান, ড: সালাউদ্দিন আহমেদ, ড: নাসির উদ্দিন, এন্থনি পিউস গোমেজ, প্রিয়লাল কর্মকার, তারেক মেহদী।

 

ফোবানা টিভির উদ্বোধন (fobana.tv):

ফোবানা সম্মেলনের আরেক বিশেষ দিক ছিল, যা ফোবানার ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে, তা হলো ফোবানা টিভি’র (ফোবানডটটিভি)-এর  শুভ উদ্বোধন। ফোবানা ভার্চুয়াল সম্মেলনটি সদ্য উন্মোচিত ফোবানা টিভি থেকে সরাসরি সম্প্রসারিত হয়েছে সম্মেলনের দুই দিনই।  অত্যন্ত আনন্দের সাথে ফোবানার পক্ষ থেকে জানানো হচ্ছে যে, সরাসরি সম্প্রচারিত দুই দিন ব্যাপী এই ভার্চুয়াল ফোবানা সম্মেলন ইতিমধ্যে অর্ধ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শ্রোতা-দর্শকবৃন্দ এই অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পেয়েছিল এবং এটা ফোবানার জন্য একটি ইতিহাস সৃষ্টিকারী অধ্যায়। সবার সহযোগিতায় অত্যন্ত সফলভাবে ফোবানা কেন্দ্রীয় কমিটির আয়োজনে দুই দিন ব্যাপী ফোবানা ভার্চুয়াল সম্মেলন সম্পন্ন  হয়।

এবারের ফোবানা সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল: টাইমস২৪ টিভি, এনআরবি কানেক্ট টিভি, এফএম৭৮৬ এবং বিজনেস আমেরিকা।

ধন্যবাদ ও কৃতজ্ঞতাসহ,

শাহ হালিম 

চেয়ারপারসন (সাবেক), ফোবানা

: আহসান চৌধুরী হিরো 

এক্সিকিউটিভ  সেক্রেটারি (সাবেক), ফোবানা

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360