লাইফস্টাইল ডেস্কঃ
রসনা বিলাসি বাঙালি কাছের কাছে সন্দেশের অবস্থান বেশ প্রথম দিকেই থাকে সবসময়।আর বিভিন্ন ধরনের সন্দেশের মধ্যেও অনেকের কাছেই প্রথম যার অবস্থান তার নাম ছানার সন্দেশ। খুব সহজেই এটি তৈরা করা যায় এবং খেতেও সুস্বাদু বলে অনেকেই বাড়িতে তৈরি করেন ছানার সন্দেশ। রেসিপি জানা থাকলে তৈরি করতে পারেন আপনিও।
আজকে তাই রইল ছানার ভাপা সন্দেশ তৈরির পদ্ধতিঃ
ছানার উপকরণ:
গরুর দুধ আধা কেজি,
লেবু রস বা ভিনেগার হাফ কাপ।
ছানা বানানোর প্রণালী:
দুধ চুলায় দিয়ে জ্বাল দিতে হবে।
দুধ ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ পর লেবু রস বা ভিনেগার দিয়ে দেন।
যতক্ষণ দুধ ও ছানা আলাদা হয়ে সবুজ আভা দেখা না যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে।
কিছুক্ষণ পর ছানা ভালো করে ধুয়ে পাতলা সুতি কাপড়ে ঝুলিয়ে রাখতে হবে পানি ঝরার জন্য।
ছানার পানি ঝরে গেলে একটি বাটিতে ছানা তুলে রাখতে হবে।
সন্দেশ বানানোর উপকরণ:
১৫০ গ্রাম শুকনো ছানা
৮০ গ্রাম গুঁড়ো চিনি
৫০ গ্রাম ক্ষীর
সামান্য জ়াফরান
২টা কলাপাতা
৫টি পেস্তা
২০ গ্রাম ভাঙা কাজু
আধা চা চামচ গোলাপজল
পদ্ধতি: