ওয়েদার ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের তিন কোটির বেশি মানুষ আসছে সপ্তাহে তীব্র তাপ প্রবাহের শিকার হবেন।
এ সপ্তাহেই ৩ গুণ বেড়ে ক্যালিফোর্নিয়া, নেভাদাসহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা আগের সব রেকর্ড ভাঙতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এ সময়ে এসব এলাকায় তীব্র তাপ প্রবাহের কারণে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পাবে।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, দীর্ঘমেয়াদী তাপ প্রবাহ, পর্যাপ্ত শীতলীকরণ ব্যবস্থা ও জরুরি ত্রাণ সেবার অভাবে অসুস্থতার মাত্রা বাড়বে। এরই মধ্যে, তাপ প্রবাহের মধ্যে বাইরে কাজ করা নাগরিকদের নিরাপত্তায় বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে ওয়াশিংটন। এছাড়া নাগরিকদের বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সেরা টিভি/আকিব