অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ওহাইওর ঘটনা। সেখানকার বিমানবাহিনীর একটি ঘাঁটি লকডাউনে গেছে। বন্দুকধারীর অবস্থান সন্দেহে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিমানঘাঁটির ৮৮তম এয়ার বেস উইং এক টুইট বার্তায় জানিয়েছে যে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ২৫ মিনিটে বিমানঘাঁটিটি লকডাউনে নেওয়া হয়।
জানা গেছে, রাইট-প্যাটারসন বিমানঘাঁটির ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ইন্টেলিজেন্স সেন্টার এলাকায় একজন বন্দুকধারী অবস্থান করছে এমন তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে জরুরি বিভাগের কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে তল্লাশি করছেন।
সেরা টিভি/তানহা