সেরা নিউজ ডেস্ক: নিউইয়র্ক পুলিশ বিভাগের ৩ পুলিশ সদস্য হেট ক্রাইমের শিকার হয়েছে বলে জানা গেছে।
ম্যানহাটনের ডাউনটাউন এলাকার ‘শেক শেক’ একটি ফাস্ট ফুডের দোকানের কোমল পানীয় খেয়ে তিন এনওয়াইপিডি পুলিশ অফিসার অসুস্থ হয়েছেন। ধারণা করা হচ্ছে হেইট ক্রাইমের শিকার ওই তিন পুলিশ অফিসার। কোমল পানীয়তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্লিচ মিশিয়ে দিয়েছে ‘শেক শেক’ ফাস্ট ফুডের ওই কর্মচারী ।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ফাস্ট ফুডের ওই কর্মচারীকে পুলিশ খুঁজছে। অসুস্থ পুলিশ অফিসাররা হাসপাতালে ভর্তির পর সুস্থ হয়ে উঠেছেন এমনটি জানিয়েছেন পিবিএ প্রেসিডেন্ট প্যাট লিঞ্চ।
প্যাট সকল পুলিশ সদস্যদের সতর্ক করে বলেন, ডিউটিরত অবস্থায় সকল অফিসাররা দোকান থেকে কেনার আগে বুঝে শুনে যেন যেকোনো খাবার কিনেন।
এদিকে বর্ণবাদ নিয়ে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রে অনেক পুলিশ আহত হয়েছেন। শুধু নিউইয়র্ক নগরীতে চলমান বিক্ষোভে প্রায় ৩৫০ জন পুলিশ অফিসার আহত হয়েছেন। সার্জেন্ট উইলিয়াম মাহের এর ওপর একটি ট্রাক আঘাত করলে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উইলিয়াম এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়া বাংলাদেশি একজন এনওয়াইপিডি সদস্যও বিক্ষোভ চলাকালীন সময়ে গুরুতর আহত হন। তবে উনার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
সেরা নিউজ/আকিব