অনলাইন ডেস্ক: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার ঘটনায় উত্তাল গোটা দেশ। ক্ষোভে ফেটে পরছেন দেশের বাইরে থাকা বঙ্গবন্ধু প্রেমীরাও। বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন প্রবাসীরা। আজ যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে রাজ্যের জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে নিউইয়র্ক প্রবাসী মুজিব সেনা আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা যেকোনো মূল্যে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সেই সঙ্গে ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুকুমদাতা হিসেবে খেলাফত নেতা মামুনুল হককে গ্রেফতার ও শাস্তি প্রদানের জোর দাবি জানান তারা।
সেরা টিভি/আকিব