অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস এলাকায় এক বাংলাদেশি টিকটকারকে জুতাপেটা করেছে আরেক বাংলাদেশি নারী। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। ঘটনার কারন অনুসন্ধানে জানা যায় মোবারক দেওয়ান নামের এক প্রবাসী বাংলাদেশি টিকটক ভিডিওর মাধ্যমে গত কয়েকমাস ধরে এক নারীকে নিয়ে খুব বাজে গালাগালি করে। একেক ভিডিওতে একেক রকম হুমকি নিয়ে ওই নারীকে চাপে রাখার চেষ্টা করে এবং তার সঙ্গে দেখা করতে বলে। এক পর্যায়ে ওই নারীর সঙ্গে মোবারকের দেখা হয় বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে।
দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই ওই নারী আক্রমণ করে মোবারকের ওপর। প্রকাশ্যে জুতাপেটা করে। আচমকা ঘটনার কারন বুঝতে না পারলেও আশেপাশে থাকা অনেক বাংলাদেশি বাধা দেওয়ার পর ঘটনাটি শেষ হয়। তবে ততক্ষণে জুতাপেটার ভিডিও রেকর্ড করা হয়ে গেছে। পরে সোশ্যাল মিডিয়ায়তে কেউ আপলোড করে দিলে মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যায়।
এব্যাপারে ভুক্তভোগী নারী বলেন, তার প্রতিটি ভিডিওতে আমাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। আমার স্বামী ও সন্তানরা এ জন্য লজ্জিত। কী কারণে মোবারক এসব করেছে সেটা এখনও অজানা।
সেরা টিভি/আকিব