ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভ্রমনকারীদের অবশ্যই কোয়ারান্টিনে থাকতে হবে, নির্দেশনা অমান্য করলে গুনতে হবে জরিমানা। এমনটাই হুশিয়ারি দিয়েছেন রাজ্যটির মেয়র বিল দে ব্লাসিও। তিনি বলেন দীর্ঘদিন ঘরে কাটানোর পর মানুষ ছুটি উদযাপনের জন্য প্রস্ততি নিয়েছে। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্য করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় আতঙ্ক শুরু হয়েছে বিশ্বজুড়ে। তাই আন্তর্জাতিক দর্শনার্থীদের নিউইয়র্কে প্রবেশ করলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন মানতে হবে, বা জরিমানার মুখোমুখি হতে হবে। তিনি বলেন আদেশ অবিলম্বে কার্যকর হবে। মেয়রের দেয়া তথ্যমতে শহরে আগত অন্যান্য সমস্ত ভ্রমণকারীরা প্রত্যয়িত ইমেলের মাধ্যমে কোয়ারেন্টাইনের জন্য স্বাস্থ্য কমিশনারের আদেশ বিভাগ গ্রহণ করবেন।যারা মেনে চলেন না তাদের প্রথম দিনের জন্য এক হাজার ডলার জরিমানা এবং প্রতিটি অতিরিক্ত দিনের জন্য আরও এক হাজার ডলার জারি করা হবে।
সেরা টিভি/আকিব