স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ভবনের নির্মাণ কাজের সময় দেয়াল ভেঙে পড়ে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে নিউইয়র্কের ব্রুকলিনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশি শ্রমিকের নাম জসিম উদ্দিন। এ ঘটনায় আশরাফুল হাসান নামে আরও এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে নিকটস্থ এনওয়াইইউ ল্যাঙ্গন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সীমানা দেয়াল পুনর্নির্মাণের কাজের সময় ৯ ফুট উঁচু দেয়াল ভেঙে তাদের ওপর পড়লে চাপা পড়েন তারা দু’জন। এতে ঘটনাস্থলেই মারা যান জসীম। গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সেরা টিভি/আকিব