স্টাফ রিপোর্টার:
বিশ্বের প্রায় সব দেশেই নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। তবে দ্রুত ভ্যাকসিন প্রয়োগ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।
মহামারিতে শিশুদের মানসিক স্বাস্থ্য স্বাভাবিক রাখতেও কাজ করছে সিঙ্গাপুরের শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্বে অনেক দেশেই সংক্রমণ বাড়তে থাকলেও ভিন্নচিত্র দেখা যায় যুক্তরাষ্ট্রে। দেশটিতে দ্রুতগতিতে ভ্যাকসিন প্রয়োগের পাশাপাশি একে একে খুলতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান।
গত এপ্রিল পর্যন্ত মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের ৯৬ শতাংশই সরাসরি স্কুল থেকে শিক্ষাগ্রহণ করে। আর ৫৯ শতাংশ সশরীরে নির্দেশনা পায়। গত মার্চ মাসেই আরকানসাস, আইওয়া, টেক্সাস ও ফ্লোরিডা অঙ্গরাজ্যগুলোতে স্কুল খোলার নির্দেশ আসে। নিউইয়র্কের স্কুল সেপ্টেম্বরে পুরোদমে খুলে যাচ্ছে। সেপ্টেম্বরে শুরু হওয়া শিক্ষাবর্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তখন দূরশিক্ষণ পদ্ধতি আর থাকবে না। সব শিক্ষার্থীকেই সশরীরে প্রতিষ্ঠানে হাজির হয়ে পাঠ গ্রহণ করতে হবে।
ইউরোপের কিছু দেশে খুলতে শুরু করেছে স্কুল। ইতালিতে রেড, ইয়েলো ও অরেঞ্জ অঞ্চলে ভাগ করে শর্তসাপেক্ষে খুলেছে স্কুল। যুক্তরাজ্যেও এই পদ্ধতেই চলছে স্কুলে খোলার কার্যক্রম। তবে মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে দুবার করোনা পরীক্ষা করাতে হচ্ছে। এছাড়া জার্মানিতে একদিন স্বশরীরে ও পরের দিন অনলাইনে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে ভারতে করোনা সংক্রমণ কমতে থাকায় বিভিন্ন রাজ্যে কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যে স্কুল খুলে দেয়ার চিন্তাভাবনা করছে সরকার।
সেরা টিভি/আকিব