অনলাইন ডেস্ক:
দ্য সিটি ডট এনওয়াইসি এর খবরে বলা হয়েছে, ডা. ফেরদৌস খন্দাকারের বিরুদ্ধে শুক্রবার মামলাটি দায়ের হয়েছে। বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে তিনি একজন ফেসবুক সেলিব্রিটি ডাক্তার। কুইন্সের সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় বাদীরা অভিযোগ করেছেন যে, দুই দশকব্যাপী ওইসব ঘটনাকালে ফেরদৌস খন্দকার তাদের স্পর্শকাতর স্থান স্পর্শ করেছিলেন। অভিযোগকারী ৫ নারীর আইনজীবী সুসান ক্রুমিলার বলেন, ‘আমি বিশ্বাস করি যে, তিনি তার সারাজীবন এই কাজের জন্য অনুশোচনা করবেন। তার মতো একজন মানুষের বিরুদ্ধে কথা বলা প্রয়োজন। যিনি ক্ষমতা ও খ্যাতি অর্জন করেছেন। ফেরদৌস হয়তো ভেবেছিলেন মামলা দায়ের কলে তাদের চুপ করিয়ে দেয়া হবে। তবে সত্যিই এর বিপরীত ঘটেছে। অভিযোগকারী একাধিক নারী জানিয়েছেন তাদের বয়স ১৪ থেকে ২৩ বছরের মধ্যে তিনি এসব যৌন হয়রানি করেছেন। তবে মামলার বিষয়ে ফেরদৌস খন্দকার এবং অ্যাটর্নির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সেরা টিভি/আকিব