ডেস্ক রিপোর্ট: প্রায় দুই বছর পর প্রথমবারের মতো স্কুলে ফিরল নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের বেশিরভাগ শিক্ষার্থীরা।
স্কুলের চ্যান্সেলর মাইশা পোর্টার জানিয়েছেন, শুধুমাত্র ৫০০ শিশু যাদের গুরুতর চিকিৎসা অবস্থা রয়েছে তারা নতুন শিক্ষাবর্ষ দূরবর্তী শিক্ষার (অনলাইন) মাধ্যমে শুরু করবে।
স্কুল পুনরায় চালু হওয়াতে মেয়র নিরাপত্তা নির্দেশিকা রূপরেখা করেছেন। সবাইকে তা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।