কুইন্সে এনওয়াইপিডি কর্মকর্তাকে জিম্মি করল স্বামী - Shera TV
  1. admin@sherainternational.com : sheraint :
  2. theophil.sheradigital360@gmail.com : theophil :
কুইন্সে এনওয়াইপিডি কর্মকর্তাকে জিম্মি করল স্বামী - Shera TV
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

কুইন্সে এনওয়াইপিডি কর্মকর্তাকে জিম্মি করল স্বামী

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট: কুইন্সে এনওয়াইপিডি কর্মকর্তাকে জিম্মি করে রেখেছে তার স্বামী। মঙ্গলবার সকালে সেই খবর পেয়ে এনওয়াপিডি কর্মকর্তারা ছুটে চলে গেলে তাদের উদ্দেশ্য করে গুলি করেন জিম্মি এনওয়াইপিডি কর্মকর্তার স্বামী।
এনওয়াইপিডি জানিয়েছে কর্মকর্তাদের উপর গুলি চালানোর পর হেফাজতে রয়েছে সেই ব্যাক্তি। এনওয়াইপিডি বিভাগের প্রধান রডনি হ্যারিসন এক প্রেস ব্রিফিংয়ে জানান, ১৩৩ তম এভিনিউতে সাউথ ওজোন পার্কের বাড়িতে একজন কর্তব্যরত কর্মকর্তার সাহায্যের জন্য পুলিশ সকাল ৮:৪০০ টার দিকে ৯১১ ইমার্জেন্সি নাম্বারে কল পেয়েছিল। কর্মকর্তাদের মতে একজন কর্মকর্তার স্বামী সশস্ত্র ছিলেন এবং স্পষ্টতই তাকে বাড়িতে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছিলেন। খবর পেয়ে টহল কর্মকর্তারা সামনের দরজায় নক করলে তারা সন্দেহভাজন ব্যক্তির সাথে কথোপকথনে লিপ্ত হয়, এক পর্যায়ে তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360