স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের লস অ্যান্জেলেসে লিটল বাংলাদেশ প্রেস ক্লাব চার গুণীজনকে সম্মাণনা প্রদান করেছেন। শহরের সাইন্টোলজি মিলনায়তনে রোববার রাতে গুনীজন সম্মাণনা ‘লিটল বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২১’ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি লস অ্যান্জেলেসস্হ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল তারেক মোহাম্মদ, বিশেষ অতিথি ট্রান্সফোটেক গ্রুপ ও সেরা গ্রুপের সিইও অ্যান্ড ফাউন্ডার, তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ শেখ গালিব রহমান, অভিনেতা ও ফুড ব্লগার আদনান ফারুক হিল্লোল, অভিনেত্রী ও রেডিও জকি নওশীন নাহরিন মৌ এবং সঙ্গীতশিল্পি রায়ান তাজ উপস্থিত ছিলেন। সাজিয়া হক মিমির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিটল বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি কাজী মশহুরুল হুদা, সাধারন সম্পাদক লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নিতে বিশেষ অবদান রাখায় প্রেস ক্লাব এ বছর মোহাম্মদ এহসান, মোমিনুল হক বাচ্চু, মিয়া নাইম হাবিব ও এম কে জামানকে গুণীজন সম্মাণনা প্রদান করেন। এসময় অনুষ্ঠান আয়োজক সংগঠন প্রেস ক্লাব নেতৃবৃন্দ প্রতিবছর এ সম্মাণনা প্রদানের প্রত্যয় ব্যাক্ত করেন। বিশেষ অতিথীর বক্তব্যে শেখ গালিব রহমান তথ্য প্রযুক্তির প্রতি গুরুত্ব দেয়ার আহবান জানান। তিনি বলেন আমরা ১৬০ মিলিয়ন জনসংখ্যার দেশ। এই জনগোষ্ঠীর মাত্র ১০ শতাংশ যদি টেকনোলজি সেক্টরে প্রবেশ করে তবে আমরা কোথায় এগিয়ে যাব। অতিথীদের বক্তব্য শেষে সঙ্গীতশিল্পি রায়ান তাজের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
সেরা টিভি/আকিব