ডেস্ক রিপোর্ট:
২২ দেশে ছড়িয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন এক রিপোর্ট জানায়। ২১ দেশে শনাক্ত হওয়ার পর সর্বশেষ সৌদি আরবের শনাক্ত হওয়ার মধ্যে দিয়ে ২২ তম দেশে ছড়িয়ে পরেছে করোনাভাইরাসের নতুন এই ধরন।
বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারের দেওয়া তথ্য অনুসারে, অমিক্রন ধরন প্রথম শনাক্ত হয় আফ্রিকার দেশ বতসোয়ানায়। এরপর আফ্রিকার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। এই দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য, নাইজেরিয়া।
সেরা টিভি/আকিব