ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৪ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
এ ঘটনায় বাফেলো শহরের ঘটনাস্থল থেকে ১৮ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। তবে, তার নাম উল্লেখ করা হয়নি।
পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন ওই কিশোর শনিবার ব্যস্ত সুপারমার্কেটে প্রবেশ করে। গুলি চালানোর আগে সে হামলা সরাসরি প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করে। অনলাইনে হামলার বিষয়ে কোনো বার্তা প্রচার করেছে কি না তাও অনুসন্ধান করা হচ্ছে।
ঘটনাটি এফবিআই তদন্ত করছে। সন্দেহভাজন ব্যক্তি হামলার সময় হেলমেট পরিহিত ছিল। সে উচ্চ ক্ষমতার একটি রাইফেল ব্যবহার করে টানা গুলিবর্ষণ করে।
বাফেলোর মেয়র বায়রন ব্রাউন বলেছেন, এটি সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন, যা যেকোনো সম্প্রদায় মুখোমুখি হতে পারে।
তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তি এই শহরের নয়। ধারণা করা হচ্ছে তিনি অন্য কোনও শহর থেকে এখানে এসেছিলেন হামলা চালানোর জন্য।
এফবিআইয়ের বাফেলো অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট স্টিফেন বেলঙ্গিয়া সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা এই ঘটনাটিকে ঘৃণামূলক অপরাধ এবং জাতিগতভাবে অনুপ্রাণিত সহিংস চরমপন্থার মামলা হিসেবে তদন্ত করছি।
সেরা টিভি/আকিব