নিউইয়র্কের ব্রঙ্কসে এক নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে জানিয়েছে এনওয়াইপিডি। শুক্রবার ব্রঙ্কস অ্যাপার্টমেন্টের ভবনের ভিতরে এই ঘটনা ঘটে। এনওয়াইপিডি জানায় ৩৩ বছর বয়সী এই নারী ভোর ৭ টার দিকে ফোর্ডহ্যাম মানোরে তার অ্যাপার্টমেন্ট ভবনের সিঁড়িতে ছিলেন। সন্দেহভাজন তাকে পিছন থেকে ধরে ধর্ষণ করার চেষ্টা করে। মহিলা তার আক্রমণকারীকে বাধা দিতে সক্ষম হয়েছিল। পুরুষটি যখন নারীটির প্যান্টটি আনজিপ করার চেষ্টা করছিল, তখন সে তার ডান হাতে কামড় দেয়। এরপরে সন্দেহভাজন ভবন থেকে দৌড়ে যায়। মহিলা আহত হয়নি তবে তাকে মূল্যায়নের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।