কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, স্থানীয় প্রভাব খাটানো এবং জাল ভোট ও বহিরাগতদের নিয়ে ভোটকেন্দ্র এলাকায় প্রবেশের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
ভোটকেন্দ্রের অবস্থা স্বাভাবিক ও ভোটারদের ভোট উৎসবমুখর পরিবেশে বজায় রাখার জন্য পুলিশ ও প্রশাসন সতর্ক রয়েছে।
প্রথম পাঁচ ঘণ্টায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটগ্রহণে ইভিএমের ধীরগতির অভিযোগ পাওয়া গেছে। এরপর রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী জানিয়েছেন, ভোটকেন্দ্রে যতক্ষণ ভোটার থাকবে ততক্ষণ ভোটগ্রহণ করা হবে।
এবার নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে ৬৪০টি বুথে ভোট হচ্ছে ইভিএমে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন।